সোমবার, ১৯ জানুয়ারী, ২০১৫

কোন সমস্যা ছাড়াই Viber, WhatsApp, Tango এবং সবকিছু ব্যবহার করুন!!

নিরাপত্তা জড়িত কারণে Viber, Whatsapp  ইত্যাদি কিছু তথ্য আদান প্রদানের software বন্ধ করে দেওয়া হয়েছে।কিন্তু বরাবরের মত এবারও ভুক্তভোগী আমরা যারা সাধারণ জনগণ......তাই আজ আপনাদের সাথে এই সমস্যা সমাধানের একটা trick শেয়ার করব।

প্রথমে আপনার Android ফোন এর  settings>more networks/more wireless >VPN> add VPN এ যান। এখানে দেখবেন ৩ টি বাক্স :
                                            ১.Name 
                                            ২.Type 
                                            ৩.Server Address 

এখানে Name এ আপনার পছন্দ মত নাম বসাবেন যেমন:ukvpn,cavpn,usavpn ইত্যাদি।
Type এ PPTP সিলেক্ট করুন এবং Server Address এ  নিচের লিংক গুলোর একটি বশিয়েদিবেন।

http://euro217.vpnbook.com/
http://euro214.vpnbook.com/
http://us1.vpnbook.com/
http://us2.vpnbook.com/
http://ca1.vpnbook.com/

এবার SAVE করুন। এখন আপনার বানানো VPN তে ক্লিক করুন। এখানে ইউসার নাম হবে : vpnbook. এবং পাসওয়ার্ড হবে : d4Eyatra.

আপনার কাজ এখানেই শেষ!! এখন আপনি নিশ্চিন্তে আপনার সব প্রয়োজনীয় software ব্যবহার করতে পারবেন!! আশাকরি আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে google playstore থেকে VPN app ও নামিয়ে নিতে পারেন যেমন :Hotspot Shield ইত্যাদি। কিন্তু আমার মতে apps ব্যবহার না করে এভাবে উসে করাটা বেশি সুবিধাজনক। কারণ apps এ যেকোনো সময় প্রবলম করতে পারে এবং ফোন স্লো হয়ে যেতে পারে। আপনাদের সুবিধার জন্য মানে যদি কারো vpn settings এ সমস্যা হয়ে থাকে তাহলে তাদের জন্য আমি Hotspot Shield এর Elite ভার্সন শেয়ার করলাম :

Hotspot Shield

এই তথ্যটি আমি আমার খুব প্রিয় একটি হ্যাকিং গ্রুপ Cyber-71 এর মাধ্যমে পেয়েছি। তাদেরকে অনেক ধন্যবাদ আমাদের সাথে এই trick টা শেয়ার করার জন্য। :)

  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন